চিন্তায় মাইক্রোসফট, উইন্ডোজ ১০-এ ‘বাগ’ ?


মঙ্গলবার,০৯/০৭/২০১৯
907

মাইক্রোসফ্ট সংস্থা জানিয়েছে, একটি বাগ ধরা পড়েছে, যা আপনার ভিপিএন সিস্টেমকে একেবারে অচল করে দিতে পারে। যে সব ইউজার উইন্ডোজ-১০ (১৯০৩ ভার্সন) ব্যবহার করেন তাঁদের কম্পিউটার বা ল্যাপটপে এই সমস্যা শীঘ্রই দেখা দিতে পারে।  মাইক্রোসফ্ট সংস্থা এখন থেকে সাবধান হতে বলছে। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক নামক এর মাধ্যমে এক জন ইন্টারনেট ব্যবহারকারী তাঁর অনন্য আইপি অ্যাড্রেস লুকোতে পারেন। যেহেতু প্রত্যেকটি ওয়েবসাইটে ঢোকার অনুমতি সবার সব সময় থাকে না, সেই জন্য অনেকেই এই ভিপিএন সিস্টেম ব্যবহার করে থাকেন।

এর ফলে নিষিদ্ধ ওয়েবসাইটেও গোপনে যাওয়া যায়। কিছু দিন আগে উইন্ডোজ ১০-কে আপডেট করা হয়েছে। মাইক্রোসফ্ট-এর বক্তব্য অনুযায়ী এই বাগ শুধুমাত্র উইন্ডোজ-১০-এর নতুন ভার্সান ১৯০৩-এর ক্ষতি করবে।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট