চাঁদের উদ্দেশ্যে ‘চন্দ্রযান’-২ এর অভিযান শেষ মুহুর্তে বাতিল


সোমবার,১৫/০৭/২০১৯
604

চাঁদের উদ্দেশ্যে ‘চন্দ্রযান’-২ এর অভিযান, শেষ মুহুর্তে বাতিল হয়ে গেল। ভারতের সবচেয়ে বড় মহাকাশ অভিযান ‘চন্দ্রযান’-২। এই ‘চন্দ্রযান’-২ ১৫ জুলাই রাত ২.৫১ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। তার ঠিক ২০ ঘণ্টা আগে শুরু হয়ে ছিল কাউন্টডাউন। ভারতীয় মহাকাশ গবেষক ইসরো জানিইয়ে ছিল যে এখনও পর্যন্ত পুরো প্রক্রিয়া গুলি যথাসম্ভাব করা হচ্ছে কোনো গোলযোগের রেশ মাএ নেই। কিন্তু ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে বাতিল করা হয় ‘চন্দ্রযান’-২ এর চাঁদে যাওয়ার মিশন। জানাগিয়েছে যে শেষ মুহুর্তে প্রযুক্তিগত গোলযোগ শুরু হয়ে যায়। আর এর পরেই ‘চন্দ্রযান’-২ এর চাঁদে অভিযান স্থগিত করে দেওয়ার সিধান্ত নেন ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট