সাত সকালে পথ দুর্ঘটনায় রনক্ষেত্র আমতা


মঙ্গলবার,১৬/০৭/২০১৯
633

হাওড়া,আমতা: দিনের শুরুতেই পথ দুর্ঘটনা ঘিরে রনক্ষেত্র হয়ে উঠল আমতা লরি চাপা পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত আমতা থানার চন্দ্রপুর এলাকা৷ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে আমতা চন্দ্রপুরের ছোট পোলে।একটি লরি রানিহাটি থেকে আমতা দিকে যাচ্ছিল৷ ঠিকমতো গতি নিয়ন্ত্রণ করতে না পেরে চন্দ্রপুরের ছোট পোলে এক যুবককে পিষে দিয়ে চলে যায় লরিটি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় জামিরুল হক নামে এক যুবকের(২১)৷ এরপরই বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা৷ স্থানীয় সূত্রে খবর, বছর আঠেরোর যুবককে ধাক্কা দিয়ে ওই লরিটি পালিয়ে যাওয়ার জন্য গতি বাড়াতে থাকলে, আশেপাশের বাসিন্দারা লরিটিকে ধাওয়া করে৷এক কিলোমিটার দূরে বড়ো পোলে গিয়ে লরিটিকে ধরে ফেলেন তাঁরা৷ চালক যদিও লরি থেকে পালিয়ে যান৷ ক্ষিপ্ত জনতা চালকে না পেয়ে ওই গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় আমতা থানার বিশাল পুলিশ বাহিনী৷

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে র‍্যাফ নামানো হয়৷মৃতের কাকার ছেলে আহেদুল জানান,প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও কলকাতায় কাজে বেরিয়ে ছিল।বাস ধরার জন্য ছোট পোলে দাঁড়িয়ে ছিল জামিরুল।সেই সময় একটি লরি পিষে দিয়ে বেরিয়ে যায়।বাবা ফইজুল হক পেশায় দিনমজুর দুই ছেলের মধ্যে জামিরুল বড়ো। ছোট এখনো পড়াশোনা করছে। সংসারের হাল ধরতে জামিরুল ছোট থেকেই বেরিয়ে পড়েছিল কাজে। চন্দ্রপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পলাতক লরিচালকের খোঁজ এখনও মেলেনি। চন্দ্রপুর এলাকার বাসিন্দাদের দাবি, এখন ওই চালককে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট