কেরালায় ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা


বুধবার,১৭/০৭/২০১৯
299

পূর্বাভাস আগের বছর গুলির মতো, কেরালায় ভারী বৃষ্টিপাতের আশক্ষা। লাল সতর্ক বার্তা দেওয়া হয়েছে ৬ জেলাতে। মৌসম ভবনে এরকমি পূর্বাভাস যে আজ অর্থ্যাৎ বুধবারের সন্ধ্যার মধ্যে আতি বর্ষনের কবলে পড়তে পারে কেরল। তাই ৬টি জেলাতে রেড অ্যালার্ট সতর্ক বার্তা জারির করেছে মৌসম ভবন। সূত্রের খবর, এই লাল সতর্ক বার্তা জারি থাকবে ১৮ থেকে ২০ জুলাই পর্যন্ত। আর যদি ২৪ ঘণ্টায় ২০৪ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলে অতিভারী বর্ষণ হিসেবে ধরাহবে। ৬ জেলার মধ্যে পড়ছে ওয়ানাড, কন্নুর, এনার্কুলম,ইডুক্কি, ত্রিশূর ও মলপ্পুরম জেলা। নির্দেশ দেওয়া হয়েছে সরকারি আধিকারিকদের কন্ট্রোল রুম খোলার জন্য। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে উপকূলীয় অঞ্চলে। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মত্‍‌স্যজীবীদের।

স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (monsoon wind) দ্বারা বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হলে কেরালায় বুধবার দ্বিতীয় পর্যায়ে বর্ষা শুরু হবে। তাই অতিভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যবাসী সতর্ক করেছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট