নিজস্ব প্রতিবেদন ; কিছুদিন যাবত শোনা যাচ্ছিল কে কে আর এর কোচ হবেন বেইলিস। অতীতে কেকেআরের কোচের দায়িত্ব সামলেছিলেন অস্ট্রেলিয়ান বেইলিস।কিন্তু, । কিন্ত এদিন সানরাইজার্স হায়দরাবাদ টুইট করে জানিয়ে দেয়, তাদের হেড কোচ হচ্ছেন বেইলিস। আইপিএল-এ ইতিমধ্যেই সফল বেইলিস। কেকেআর-কে ২০১২ ও ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন করেন তিনি।তবে শেষ পর্যন্ত বেইলিস নাকি হায়দরাবাদের দায়িত্ব নিতে রাজি হয়েছেন বলে খবর।
সানরাইজার্স হায়দ্রাবাদ এর হেড কোচ হচ্ছেন বেইলিস।
শুক্রবার,১৯/০৭/২০১৯
702
বাংলা এক্সপ্রেস---