ভারতের ক্রিকেট কিং সচিন রমেশ তেন্ডুলকর ঢুকে পড়লেন ICC-র হল অফ ফেমে


শনিবার,২০/০৭/২০১৯
449

ভারতের ক্রিকেট কিং সচিন রমেশ তেন্ডুলকর ঢুকে পড়লেন ICC-র হল অফ ফেমে। তার সঙ্গে এই হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার পেস লেজেন্ড অ্যালান ডোনাল্ড ও দু বার বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার ক্যাথরিন ফিত্‍‌জপ্যাট্রিক। বৃহস্পতিবার রাতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সম্মান গ্রহণ করার পর সচিন তাড় বক্তব্যে বলেন,’প্রজন্মের পর প্রজন্ম ধরে ক্রিকেটারদের অবদানকে স্বীকৃতি দেওয়া আইসিসি-র হল অফ ফেমে অন্তর্ভুক্তিটা বিরাট সম্মান। এই সম্মানপ্রাপকরা খেলার বৃদ্ধি ও জনপ্রিয়তা বাড়াতে নিজেদের অবদান রেখেছন।

সামান্য কিছু করতে পেরে আমিও খুশি।’ তাঁর পরিবার ও বন্ধুবান্ধবদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে যাঁরা আমার পাশে ছিলেন, তাঁদের এই অনুষ্ঠানে ধন্যবাদ জানাতে চাই। আমার বাবা-মা, দাদা অজিত, স্ত্রী অঞ্জলি আমার শক্তির স্তম্ভ। আমি ভাগ্যবান যে শুরুর দিকেই রমাকান্ত আচারেকরের মতো কোচ, মেন্টর ও গাইড পেয়েছি।’ সচিন অবসর নিয়েছিলেন ২০১৩ সালের নভেম্বর মাসে। টেস্টে তার রান ১৫,৯২১। এবং একদিনের ম্যাচে তিনি সংগ্রহ করেন ১৮,৪২৬ রান। আইসিসি-র হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া তিনি ষষ্ঠ ভারতীয়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট