বাঙালি বিজ্ঞানী শুভ রায়ের অভাবনীয় আবিষ্কার, প্রতিস্থাপনযোগ্য কৃত্রিম কিডনি


শনিবার,২০/০৭/২০১৯
919

বাঙালি বিজ্ঞানী শুভ রায়ের অভাবনীয় আবিষ্কার, প্রতিস্থাপনযোগ্য কৃত্রিম কিডনি। বর্তমানে মানুষের জীবনযাপন প্রণালীতে কিডনির সমস্যা বেড়েই চলেছে এবং বহু মানুষও কিডনির অসুখে আক্রান্ত। আর এর বিভিন্ন কারণের মধ্যে একটা বড় কারণ হল নিয়ন্ত্রণহীন ব্লাডসুগার। কিডনির অসুখে আক্রান্ত মানুষের চিকিৎসা হল ডায়ালিসিস ও ডোনারের কিডনি। আর এই চিকিৎসা করলে কেটে যায় বছরের পর বছর। তবে সবসময় যে ডোনারের কিডনি পাওয়া যায়, তা-ও নয়। আবার কিডনি ডোনারের যদি বা সন্ধান মেলেও, অস্ত্রোপচার এতটাই ব্যয়বহুল,যা সবারপক্ষে তা সম্ভব হয়ে ওঠে না। মার্কিনপ্রবাসী বাঙালি বিজ্ঞানী শুভ রায় আবিষ্কার করলেন কিডনির অসুখে আক্রান্ত ব্যক্তি দের জন্য প্রতিস্থাপনযোগ্য কৃত্রিম কিডনি। আর এই কৃত্রিম কিডনি ব্যবহার করে আক্রান্ত ব্যক্তি বছরের পর বছর সুস্থ থাকতে পারেন বলে বাঙালি বিজ্ঞানীর দাবী করেছেন।

ডায়ালিসিস বা কিডনি ডোনারের যতটা ব্যয়বহুল এই কৃত্রিম কিডনি প্রতিস্থাপনে খরচ অনেকটাই কম। ফলে, সাধারণ মানুষের চিকিত্‍‌সার খরচ নিয়ে দুশ্চিন্তা আশান হবে। বাঙালি বিজ্ঞানী জানান, এই কৃত্রিম কিডনি হিমোডায়ালিসিসের মতোই কাজ করতে পারবে। আর শরীলে বায়ো-রিঅ্যাক্টরের মাধ্যমে রক্তকে পরিস্রুত করে এবং শরীরকে টক্সিনমুক্ত রাখে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এই গবেষক জানিয়েছেন, কৃত্রিম কিডনি নিয়ে পরিক্ষা নিরীক্ষা সফল হওয়া গেছে তা খুব শিগগিরই বাণিজ্যিক ভাবে বাজারে আসতে চলেছে। বাঙালি বিজ্ঞানী শুভ রায় ১৯৬৯ সালে বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। তবে এখন তিনি আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণারত।তাঁর আবিস্কিত কৃত্রিম কিডনি,ইতিমধ্যে তিনি জানিয়েছেন কিডনির অসুখে আক্রান্ত ব্যক্তি দেহে সফল ভাবে কাজ করছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট