২১ জুলাই শহিদ দিবসের সমাবেশ উপলক্ষে জমজমাট শহর কলকাতা


শনিবার,২০/০৭/২০১৯
753

কলকাতা: ২১ জুলাই শহিদ দিবসের সমাবেশ উপলক্ষে জমজমাট শহর কলকাতা। আর কয়েক ঘন্টা পরেই বঙ্গ রাজনীতিতে সব থেকে বড়ো জমায়েত ২১ জুলাই শহিদ দিবসের সমাবেশ। তাই তার আগে থেকে তৃণমূল কংগ্রেসের হাজার-হাজার কর্মীরা সেই ধারা বজায় রাখার জন্য শনিবার সকাল থেকেই রাজ্যের প্রতিটি জেলা থেকে আসতে শুরু করেছে। এছাড়া হাজার হাজার তৃণমূল সমর্থক শুক্রবার রাত থেকেই হাওড়া ও শিয়ালদহ স্টেশনে ট্রেন থেকে নেমেছে। এদের মধ্যে অনেকেই রয়েছেন করুণাময়ীতে।আবার কেউ কেউ গীতাঞ্জলী স্টেডিয়ামে থাকবেন। তৃণমূল কংগ্রেস ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে এবার খুবই খারাপ ফল করেছে। আর তৃণমূল কংগ্রেস এটাই দেখ বেন যে সেখান থেকে মানুষের কতটা সারা মিলতে পারে।

তবে শনিবার উত্তরবঙ্গের ৬ জেলার তৃণমূলের বহু সমার্থকের দেখ মিলছে। তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জায়গাতে। যেমন মুর্শিদাবাদ-মালদার কর্মী-সমর্থকদের রাখা হচ্ছে গীতাঞ্জলী স্টেডিয়ামে, জলপাইগুড়ি-বাঁকুড়া-পুরুলিয়ার সমর্থকরা থাকছেন উত্তীর্ণতে, কোচবিহার, দুই দিনাজপুর ও দার্জিলিংয়ের সমর্থকরা রয়েছেন সেন্ট্রাল পার্কে। কর্মী-সমর্থকদের অভ্যর্থনা দেওয়ার জন্য দায়িত্বে থাকেছেন জ্যোতিপ্রিয় মল্লিক, মৌসম বেনজিন নুর, অর্পিতা ঘোষ, জীবন সাহা রা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট