রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শহীদ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে দিল্লি


সোমবার,২২/০৭/২০১৯
554

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মতলায় শহীদ দিবস পালনে মশগুল সেসময় এরাজ্যেই রাজনৈতিক হিংসায় শহীদ পরিবারদের সুবিচার দিতে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২১শে জুলাই শহীদ দিবসের দিনেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শহীদ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দিলেন। শহীদ পরিবারের সদস্যরা প্রথমে কোলকাতা রাজ্য দপ্তরে জান । সেখান থেকে আজ পশ্চিমবঙ্গের শতাধিক শহীদ পরিবার দিল্লি রওনা দেন বলে রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের তাঁদের দায়ের করা বিভিন্ন মামলার নথিও সাথে নিয়ে যেতে বলা হয়েছে। উত্তর দিনাজপুরের চোপড়ার কালীগছের বাসিন্দা শহীদ অরেন সিংহের স্ত্রী শকুন্তলা সিংহ ও দাদা ওমেন সিংহ এদিন ইসলামপুরের আলুয়াবাড়ি রোড স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে কোলকাতার উদ্দেশ্যে রওনা হন।

২০১৭ সালের ৮ জুলাই চোপড়ায় বিজেপির বুথ সভা চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর গুলিতে নিহত হয়েছিলেন অরেন সিংহ। এছাড়াও ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর ইসলামপুরের দারিভিটে শিক্ষকের দাবীতে আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হয় রাজেশ সরকার ও তাপস বর্মন। রাজেশ সরকারের বাবা নীলকমল সরকার, মা ঝর্না সরকার ও তাপস বর্মনের মা মঞ্জু বর্মন ও বোন ডলি বর্মন এদিন কোলকাতা রওনা হন। অরেন সিংহের স্ত্রী শকুন্তলা সিংহ ও রাজেশ সরকারের বাবা নীলকমল সরকার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের দায়ের করা মামলার নথি নিয়ে দিল্লি যেতে বলেছেন। কোলকাতার বিজেপি দপ্তর থেকে এই খবর পেয়েই আমরা কোলকাতা যাচ্ছি। রাজ্যের আরও শহীদ পরিবারকে ডাকা হয়েছে বলে শুনেছি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট