আজ থেকেই শাওমির Xiaomi Redmi K20 এবং Redmi K20 Pro স্মার্ট ফোন অনলাইনে বিক্রি শুরু


সোমবার,২২/০৭/২০১৯
1957

আজ থেকেই শাওমির Xiaomi Redmi K20 এবং Redmi K20 Pro স্মার্ট ফোন অনলাইনে পাওয়া যাচ্ছে। অবশেষে বহু প্রতিক্ষিত পর ভারতীয় বাজারে ঢুকল শাওমির Redmi K20 এবং Redmi K20 Pro। Redmi K20 এবং Redmi K20 Pro এর বিক্রয় শুরু২২ জুলাই দুপুর ১২টা থেকে। আর বিক্রয় চলবে স্টক থাকা পর্যন্ত। এই মোবাইল দুটি সব জায়গায়তে পাওয়া যাবেনা। অ্যামাজন নয়, Redmi K20 এবং Redmi K20 Pro পাবেন ফ্লিপকার্ট, Mi.com এবং Mi Home store।শাওমি ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে আগামী দিনে এই দুটি ফোন পাওয়া যাবে প্রত্যেক রিটেল এবং Mi প্রেফারড পার্টনার স্টোরে।

ভারতে Redmi K20-র দাম শুরু হচ্ছে ২১,৯৯৯টাকা থেকে এবং Redmi K20 Pro-র দাম শুরু ২৭,৯৯৯ টাকা থেকে।দুটি ফোনেই থাকছে দু’রকমের RAM এবং স্টোরেজ। Redmi K20-র ৬জিবি RAM এবং ৬৪জিবি২১,৯৯৯টাকা। অন্যদিকে ৬জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজের দাম পড়বে ২৩,৯৯৯। Redmi K20 Pro-র বেস মডেল অর্থাত্‍ ৬ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজের দাম পড়বে ২৭,৯৯৯টাকা।এই দুটি ফোনের রঙের মধ্যেও পার্থক্য রয়েছে ।যেমন ফ্লেম রেড, গ্লেশিয়ার ব্লু এবং কার্বন ফাইবার ব্ল্যাক রঙ অনলাইনে পাওয়া যাচ্ছে। শাওমি অফারের ব্যপারে ICICI ব্যাংকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে।যার ফলে এই ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড থাকলে সঙ্গে সঙ্গে পাওয়া যাবে ১০০০ টাকা পর্যন্ত ছাড়া।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট