আবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো মেদিনীপুর সদর ব্লকের ছেড়ুয়ার বামনডাঙ্গা গ্রাম


সোমবার,২২/০৭/২০১৯
467

পশ্চিম মেদিনীপুর:- আবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো মেদিনীপুর সদর ব্লকের ছেড়ুয়ার বামনডাঙ্গা গ্রাম। তৃণমূল কর্মীদের মারধর, তাঁদের বাড়ি ভাঙচুর , লুটপাট চালানোর অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে হাতিহালকায় হামলা চালায় বিজেপি। বাড়ি ও দোকান মিলিয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয় । শনিবার বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায়। সংঘর্ষের আবহের মধ্যেই রবিবার শহীদ সমাবেশে যোগ দিতে কলকাতায় যান তৃণমূল কর্মী , সমর্থকরা।

সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী ঘোষণা করেন যেখানে যেখানে হামলা চালিয়েছে বিজেপি সেখানে পাল্টা মিটিং মিছিল হবে। এরমধ্যে রবিবার রাতে তৃণমূল কর্মী সমর্থকরা সভা সেরে গ্রামে ফিরতেই তাঁদের ওপর হামলা চালায় বিজেপি কর্মীরা। অনেকে আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে নদীর চরে , কেউ বালি খাদানে আশ্রয় নেন। বাড়িতে ভাঙচুর করায় দোকানে লুকিয়ে ছিলেন তৃণমূল কর্মী
তৃণমূল কর্মী শেখ মুজিবর ।তাঁর দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। কোনো রকমে পালিয়ে বাঁচেন তিনি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট