ধাক্কা সামলে চাঁদের পথে চন্দ্রযান ২-এর উড়ান


সোমবার,২২/০৭/২০১৯
480

পরিথিবীর কক্ষপথে পৌঁছে গেল চন্দ্রযান ২, প্রধানমন্ত্রী অভিনন্দন জানাল ইসরোর বিজ্ঞানিদের। চন্দ্রযান ২-এর সফল উত্‍‌ক্ষেপনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানালেন। প্রথম বার ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে থেমে গিয়েছিল চন্দ্রযান ২-এর উড়ান।এখন সেই ধাক্কা সামলে চাঁদের পথে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সোমবার দুপুরে ২.৪৩ মিনিটে সতীশ ধওয়ন মহাকাশ গবেষণা কেন্দ্রের লঞ্চ প্যাড থেকে চাঁদের উদ্দেশ্যে উড়ে গেলেন।এবার গোটা দেশের নজর আন্তরীক্ষে। আর চন্দ্রযান ২-এর সফল উত্‍‌ক্ষেপন দিল্লিতে নিজের অফিসে বসে লাইফ দেখেন মোদী।

তাই এই সফল উত্‍‌ক্ষেপনের জন্য ইসরো বিজ্ঞানিদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় টুইট করে ইসরোর বিজ্ঞানী ও এই মিশনের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং আরও অনেকে। ইসরোর বিজ্ঞানিরা জানিয়েছেন, এবার এখনও পর্যন্ত সফল ভাবেই সব কিছু চলছে। উত্‍‌ক্ষেপনের ১৬ মিনিট পর চালু হয়ে গিয়েছে ক্রায়োজেনিক ইঞ্জিন।এবং পৌঁছে গিইয়েছে পৃথিবীর কক্ষপথেও।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট