ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে পথ দুর্ঘটনায় মৃত এক, আহত এক


সোমবার,২২/০৭/২০১৯
844

ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ভয়াবহ দুর্ঘটনা মৃত এক। ছাতিনাশোল থেকে ফানিয়ামারা মধ্যেখানে দুর্ঘটনাটি ঘটে। দুই বাইক আরোহীর মধ্যে একজন মারা যায় আর একজন গুরুতর জখম। তাদেরকে ইতিমধ্যে গোপীবল্লভপুর থেকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। একজনের নাম ধীরেন মান্ডি বয়স ২৮, সে সিভিক পুলিশে কাজ করত। আরেকজনের নাম দাশরথী সরেন বয়স ৪০ বছর। বাইকে করে দুজনেই গোপীবল্লভপুর আসছিল। পুলিশ সূত্রে জানা গেছে নতুন বাইক কেনার উদ্দেশ্য ছিল এই দুই বাইক আরোহীর মধ্যে একজন (ধীরেন মান্ডি) মারা যায় রাস্তায় ঝাড়গ্রাম আনার সময়, আর একজনের অবস্থা আশঙ্কাজনক, ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট