Honor ভারতের বাজারে আনতে চলেছে এবার স্মার্টফোন টিভি


বুধবার,২৪/০৭/২০১৯
1027

Honor ভারতের বাজারে আনতে চলেছে এবার স্মার্টফোন-টিভি। Honor হল চিনা Huawei এর সহযোগী সংস্থা। আর চিনা সংস্থা Huawei এর পণ্যের উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি এখনও পর্যন্ত জারি থাকার কারণে কর্তৃপক্ষ চাইছে যে ভারতের মতো বিশাল বাজারে সহযোগী সংস্থা Honor-এর মাধ্যমে অন্যপথে ব্যবসা বাড়াতে আনতে চলেছে নতুন মডেলের স্মার্টফোনের পাশাপাশি স্মার্টটিভি। তাঁদের আশা, ২০২০ সালের মধ্যে ভারতের স্মার্টফোনের বাজারের অন্তত ১০ শতাংশ বিক্রি নিজেদের দখলে আনা। সোমবার Honor India-র প্রেসিডেন্ট চার্লস পেং বলল আমাদের মূললক্ষ্য হল ভারতের বাজারে নতুন পণ্য আনা এবং তাকে জনপ্রিয় করার জন্য ২৪X৭ বিক্রয় পরবর্তী পরিষেবা নিশ্চিত করা।

ভারতে যে নিজেদের ব্যবসা শুধু স্মার্টফোনেই সীমাবদ্ধ রাখতে চায় না সেই সঙ্গে আমরা বাজারে নিয়ে এসেছি লার্জ স্ক্রিন ডিসপ্লে দেওয়া নতুন স্মার্ট টেলিভিশনের রেঞ্জ স্মার্ট ভিশন-স্মার্ট টিভি। আগামী মাসেই হবে এই নতুন ব্র্যান্ডের পণ্যের আনুষ্ঠানিক উদ্বোধন। আর আমাদের ইচ্ছা এই পণ্য খুব শীঘ্রই ভারতেও আনার পরিকল্পনা রয়েছে।চার্লস পেং এ দিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন চিনের উপর মার্কিন নিষেধাজ্ঞা অনর মোবাইল গ্রাহকদের কোনও অসুবিধা হবে না। তাঁর কথায়, ‘বাণিজ্যিক দিক থেকে চিনের পরেই ভারতের প্রতি আস্থা রয়েছে আমাদের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট