আজ মহানায়ক উত্তমকুমার এর প্রয়াণ দিবস।


বুধবার,২৪/০৭/২০১৯
2122

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন; সিনেমাজগতে জনপ্রিয় নায়কদের মধ্যে অন্যতম ছিলেন উত্তম কুমার। আজ মহানায়ক উত্তমকুমার এর  প্রয়াণ দিবস। তিনি  কলকাতায়  জন্মগ্রহণ করেছিলেন। কলকাতার সাউথ সাবার্বা‌ন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন এবং  পরে গোয়েঙ্কা কলেজে ভর্তি হন। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পেতে অনেক পরিশ্রম করতে হয়েছে তাঁকে। মঞ্চের প্রতি ছিল তাঁর অগাধ ভালবাসা। বাংলা চলচিত্র জগতে  তাঁর অবদান অনেকখানি। বিভিন্ন ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে সিনেমা প্রেমীদের। উত্তমকুমার আজও রয়েছেন আপামর বাঙালির মননে।  আজ সেই মহানায়ক উত্তম কুমারের প্রয়ান দিবস। হারানো সুর, পথে হল দেরী, সপ্তপদী, চাওয়া পাওয়া, বিপাশা, জীবন তৃষ্ণা এবং সাগরিকা প্রভৃতি ছায়াছবিতে তিনি অভিনয় করেছেন।  রোমান্টিক নায়ক ছাড়াও অন্যান্য চরিত্রেও তিনি ছিলেন অবিস্মরণীয় ব্যক্তিত্ব।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট