টানা 72 ঘন্টা ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন


বুধবার,২৪/০৭/২০১৯
556

কলকাতা : টানা 72 ঘন্টা ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনসহ শহরের বেশ কয়েকটি ট্যাক্সি মালিক সংগঠন। বুধবার দুপুরে 48 ঘন্টা ট্যাক্সি ধর্মঘটের ডাক দেয় ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি ওয়ার্কার্স ফেডারেশন। তার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই এদিন সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহ টানা 72 ঘন্টা ট্যাক্সি ধর্মঘট এর কথা ঘোষণা করেন। বিমল বাবু জানান তাদের এই ধর্মঘটে অন্যান্য ট্যাক্সি মালিক সংগঠন গুলি ও সমর্থন জানাচ্ছে। সিটুর ডাকা 48 ঘন্টা ট্যাক্সি ধর্মঘট এর পক্ষেও মত রয়েছে তাদের।

ধর্মঘট একই সঙ্গে চলবে বলেও ঘোষণা করেন বিমল গুহ। এদিন বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহ বলেন, রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী কে তারা চিঠি লিখেছিলেন। 10 দিনের সময়সীমা দিয়েছিলেন আলোচনা করার জন্য। কিন্তু পরিবহন মন্ত্রী তাদের আহবানে সাড়া দেননি। যেভাবে পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধি ঘটেছে তার পরিপ্রেক্ষিতে তাঁদের পক্ষে ভাড়া না বাড়ালে আর ট্যাক্সি চালানো সম্ভব নয়। বাধ্য হয়েই তাই তারা ধর্মঘটের রাস্তায় পা দিচ্ছেন। তবে পরিবহন মন্ত্রী তাদের সঙ্গে আলোচনায় বসতে চাইলে তারা সব সময় রাজি। তবে ভাড়া বাড়ানোর প্রতিশ্রুতি না পেলে তারা ধর্মঘট থেকে কোনোভাবেই পরে আসবে না। পরিবহন মন্ত্রী তাদের কোন দাবি দাওয়ার পক্ষেই কোনো সদর্থক ভূমিকা নিচ্ছে না বলে এদিন অভিযোগ করেন বিমল গুহ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট