চলতি বছরে WhatsApp Pay লঞ্চ হতে চলেছে


বৃহস্পতিবার,২৫/০৭/২০১৯
971

এ দেশে চলতি বছরে WhatsApp Pay লঞ্চ হতে চলেছে । এখন ডিজিটাল ভারতে লেনদেনে জোর দিতে চলতি বছরে আসসে WhatsApp Pay! WhatsApp কর্তা ক্যাথকার্ট নয়াদিল্লির এক ইভেন্টে এমনটাই জানিয়েছে। সংস্থা ২০১৮-র ফেব্রুয়ারিতে UPI এর মাধ্যমে লেনদেন পরিষেবার জন্য WhatsApp Pay আনার কথা ঘোষণা করেছিল।

এই WhatsApp Pay এর ব্যাপারে CEO অমিতাভ কান্ত জানিয়েছেন, এ দেশের ডিজিটাল লেনদেনের ক্ষেএে সব নিয়ম মানতে পারেনি ফেসবুক অধীকৃত WhatsApp। তবে জানা গেছে যে, WhatsApp এক মামলায় সুপ্রিম কোর্টকে জানিয়েছে ডিজিটাল লেনদেনর ব্যাপারে RBI-এর সব নিয়ম মেনে চলবে তারা। এ দেশে ডিজিটাল পেমেন্টের সব শর্ত পূরণ না করতে পারার জন্যই WhatsApp Pay-র মুক্তি আটকে যায়।কিন্তু এবার কেন্দ্রীয় সরকার পরীক্ষামূলক ভাবে তা ব্যবহারে সম্মতি দিয়েছে। ফেসবুক কর্তা মার্ক জুকেরবার্গ চলতি বছরের শুরুতেই ঘোষণা করেছিলেন ভারতে WhatsApp Pay লঞ্চ করতে দ্রুত কাজ করা হচ্ছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট