Apple-এর একটা রিস্ট ওয়াচ আকারে ছোট্ট হলেও, বাঁচিয়ে দিল মহার্ঘ প্রাণ


বৃহস্পতিবার,২৫/০৭/২০১৯
1213

অনলাইন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পল হাট্টন নামের এক ব্যক্তির হৃদস্পন্দন একেবারে বন্ধ হয়ে গিয়েছিল এতটাই ড্রপ করেছিল যে, একসময়ে হার্টবিট ৪০ বিটস পার মিনিটে এসে দাঁড়ায়। যেখানে সাধারণ মানুষের হার্টবিট ৬০ থেকে ১০০ বিটস পার মিনিটে থাকার কথা। তখন Apple এর রিস্ট ওয়াচই তাঁর জীবনে দূত হয়ে আসে। ফলে পলের হার্টবিট ড্রপ করার এই ওয়ার্নিং তাঁর কাছে বহুক্ষণ ধরেই আসতে থাকছিল।তার পর Apple-এর একটা রিস্ট ওয়াচটি কেনার জন্য দোকানে ভির জমতে থাকে। অনলাইনে ওউডার আসতে থাকে হুহু করে। তবে শুধু যে পল হাট্টনই নয় এরাকোম প্রানে বাঁচর তালিকা রয়েছে বহু মানুষর। ক্যালিফোর্নিয়ার এক ডাক্তার Apple Watch Series 4 এর জন্য বেঁচে গিয়েছিলেন।

ফলে তিনি যখন জের জীবনটা বাঁচিয়ে নেন তখন তাঁর ফোন নিজে থেকেই Atrial Fibrillation ডিটেক্ট করে। এই বিষয়টিকে AFib বা AF ও বলা হয়। হার্টফেল, ব্লাড ক্লট, এবং হার্ট সংক্রান্ত যে কোনও রোগ নিমেষের মধ্যে ডিটেক্ট করতে পারে এই AFib বা AF। ফলে মৃত্যুর ওয়ার্নিং বেল বাজার আগের মুহূর্তেও বেঁচে যায় অনেকের জীবন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট