আজ বিশ্ব ব্যাঘ্র দিবস, সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা


সোমবার,২৯/০৭/২০১৯
818

সুন্দরবন : বিশ্বের কাছে এক অন্যতম স্থান সুন্দরবন । আর সেই সুন্দরবনের জন্যে ভারতবর্ষের মান আজও উজ্জল করছে বিশ্বের দরবারে । আজ বিশ্ব ব্যাঘ্র দিবস । আর যেখানে ধীরে ধীরে বেড়ে চলেছে সুন্দরবনের বাঘের সংখ্যা । এমনটাই জানালেন, ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটি । আর এটা যে সুন্দরবনবাসী তথা ভারতবর্ষের মানুষের কাছে এক খুশির খবর । আর ঠিক তার বিপরীত চিত্র ধরা পড়ল এ দেশের অপর প্রান্তে । যেখানে এক বাঘিনী কে পিটিয়ে পারছে গ্রামবাসী , এ চিত্র উত্তরপ্রদেশের পিলিভিটে । সুন্দরবনে প্রতি ৫ বছর অন্তর বাঘ সুমারী করা হয় । আর যেখানে তারা জানান , সুন্দরবনে আনুমানিক ৭৬টি বাঘ রয়েছে এবং আরও বলেন যে, প্রতি ১০০ বর্গ কিলোমিটারের প্রায় ৪ টি করে বাঘ থাকে । আর দুবছরের কম বয়সী বাঘেদের গণনায় ধরা হয়না ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট