রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়ার সুযোগ ভারতীয় পড়ুয়াদের


সোমবার,২৯/০৭/২০১৯
1666

ভারতীয় ছাত্রদের বিদেশের বিশ্ববিদ্যালয়ে এম বি বি এস পড়ার সুযোগ করে দিতে রবিবার কলকাতায় অনুষ্ঠিত হলো এমবিবিএস এডমিশন এক্সপো ২০১৯। ডাক্তারি তে ভর্তি হতে ইচ্ছুক এমন অনেক পড়ুয়া তাদের অভিভাবকদের নিয়ে এই এক্সপোতে অংশ নিয়েছিলেন।
আসন সংখ্যা কম থাকায় এম বি বি এস- এ ভর্তির ক্ষেত্রে অনেক সময় সংকটে পড়তে হয় পড়ুয়াদের। এসব পড়ুয়াদের বিদেশে ডাক্তারি পড়ার জন্য বিশেষ সুযোগ এনে দিল রুশ এডুকেশন। রবিবার কলকাতার একটি অভিজাত হোটেলে এমবিবিএস এডমিশন এক্সপো ২০১৯ অনুষ্ঠিত হয়। আর এখান থেকেই এমবিবিএস এডমিশন এর রাস্তা খুলে দেন আয়োজকরা।

রুশ এডুকেশন এর দাবি খুব কম খরচে একজন ভারতীয় ছাত্র কে বিদেশের ইউনিভার্সিটিতে ডাক্তারিতে ভর্তি সহ অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা করে দেবে তারাই। ১৫ থেকে ১৭ লক্ষ টাকার প্যাকেজে একজন পড়ুয়ার ডাক্তারিতে ভর্তি সহ অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা করে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। রুশ এডুকেশন এর দাবি একমাত্র একজন ডাক্তারি পড়ুয়ার খাওয়া খরচ ছাড়া বাকি সমস্ত খরচ থাকছে এই প্যাকেজের মধ্য থেকেই।খুশি অভিভাবক থেকে ছাত্র সকলেই।

এদিন এই এক্সপোতে হাজির হয়েছিলেন বহু অভিভাবক ও পড়ুয়ারা। রুশ এডুকেশন এর পক্ষ থেকে সমস্ত রকম পরামর্শ দেওয়া হয় তাদের।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট