ব্যাঘ্র্য দিবসে চিড়িয়াখানায় বনমন্ত্রী ব্রাত্য বসু


সোমবার,২৯/০৭/২০১৯
722

আজ ব্যাঘ্র্য দিবস উপলক্ষে বন মন্ত্রী ব্রাত্য বসু আলিপুর চিড়িয়াখানায় এসেছিলেন। চেন্নায় থেকে চারটে অ্যানাকোন্ডা নিয়ে আসা হয়েছিল চিড়িয়াখানায়। তার এনক্লোজার ও একটি বাঘের এনক্লোজার উদ্বোধন করেন মন্ত্রী। একটি হায়নার এনক্লোজার ও দুটো লেপার্ড এর এনক্লোজার যেটা জলপাইগুড়ি চা বাগান থেকে উদ্ধার করা হয়েছিল সেটার উদ্বোধন করেন মন্ত্রী । বনমন্ত্রী এদিনের অনুষ্ঠানে বলেন, ব্যাঘ্র্য দিবসে আনন্দের কথা সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে। যেখানে সারা পৃথিবীতে বাঘের সংখ্যা কমছে সেখানে আমাদের রাজ্যের বাঘের সংখ্যা অনেকটাই বেড়েছে।

এখন বাঘের সংখ্যা 76 থেকে 88 হয়েছে। সুন্দরবনের বাঘের সংখ্যা প্রচুর প্রচুর বেড়েছে । সারা পৃথিবীতে বাঘের সংখ্যা কমছে। আমাদের এখানে বাড়ছে এটা দৃষ্টান্ত। সুন্দর বনে নিরাপত্তারক্ষী বিশেষ করে বাংলা দেশের দিকে ,সেখানে ক্যামেরা নেট লাগানো হয়েছে । সাধারণ মানুষ কে সচেতন করা হচ্ছে সতর্ক করা হচ্ছে। বাঘ বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী যথেষ্ট সচেতন। নিরাপত্তা রক্ষী আসন ফাঁকা রয়েছে সেগুলা নিযুক্ত করা হচ্ছে ।342 পদ ফাঁকা রয়েছে চিড়িয়াখানার। সেগুলো ও নিযুক্ত করা হবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট