এবার কলকাতা পুলিশ প্রবীণ ব্যক্তিদের পাশে


বৃহস্পতিবার,০১/০৮/২০১৯
996

কলকাতা : এবার কলকাতা পুলিশ প্রবীণ ব্যক্তিদের পাশে, একাকী বৃদ্ধ-বৃদ্ধার বাড়িতে বসছে CCTV ফুটতে। কয়েক মাস ধরে শহরে একাকী থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের ওপর একের পর এক নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। তবে কেবল নির্যাতনই নয় নৃশংস খুনের ঘটনা ঘটেগেছে। কলকাতা পুলিশের সামনে বারেবারেই এই শহরের একাকী প্রবীণদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। ফলে কলকাতা পুলিশ এবার এক অভাবনীয় উদ্যোগ নিল। তাই যে সব প্রবীণ ব্যক্তিরা বাড়িতে একাকি থাকেন তাদের নিরাপত্তার কথা ভেবে পুলিশ সারকারি তরফ থেকে তাদের বাড়িতে বিনামূল্যে সিসিটিভি ক্যামেরা বসানো শুরু করল।

নিউ আলিপুরের থানার তরফে ওসি অমিতশঙ্কর মুখোপাধ্যায় যানান, প্রথম দিকে যাদের সিসিটিভি ক্যামেরা লাগানোর আর্থিক ক্ষমতা নেই কিন্তু তাদের প্রয়োজন এমন মানুষদের বাড়িতে ক্যামেরা বসানো হচ্ছে। এই ক্যামেরা সম্পূর্ণ বিনামূল্য বসানো হচ্ছে। এরপর এই প্রকল্পের দ্বিতীয় স্তরে সিসিটিভি ক্যামেরা গুলি সামান্য অর্থের বিনিময়ে বাড়িতে বাড়িতে লাগানো হবে। বৃহস্পতিবার নিউ আলিপুর থানার তরফে মোট ২৯৪জন প্রনাম সদস্যের মধ্যে থেকে ১০২ জন প্রনাম সদস্যের নাম বেছে নেওয়া হয়েছে যাদের বাড়িতে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। এর মধ্যে ১২ জনের বাড়িতে বিনামূল্য বলানো হবে এই ক্যামেরা। বাকিদের মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে এক বেসরকারি সংস্থার সহযোগিতায় একটি করে আইপি ডোম ক্যামেরা লাগিয়ে দেওয়া হবে বাড়ির দরজার বাইরে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট