রাজ্যে ১০ হাজার কর্মসংস্থানের নয়া সংযোগ ঘোষণা মমতার, আসছে মাইক্রোসফট-উইপ্রো


শুক্রবার,০২/০৮/২০১৯
1203

রাজ্যে ১০ হাজার কর্মসংস্থানের নয়া সংযোগ ঘোষণা মমতার, আসছে মাইক্রোসফট-উইপ্রো। চলতি বছরে লোকসভা নির্বাচনের ফলাফলে বেশ কিছুটা চাপের মধ্যে তৃণমূল।ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলকে পুনরায় আগের অবস্থায় আনতে একের পর এক জনমোহনী ঘোষণা করছেন।তাই বৃহস্পতিবার নজরুল মঞ্চে ‘সবুজ বাঁচাও সবুজ জাগাও, সবুজের মাঝে পরিবেশ বাঁচাও’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যে আসছে উইপ্রো। আর তাতেই অন্ততপক্ষে ১০ হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান হবে। তাতে বাংলার যুবক-যুবতীরা উচ্ছ্বসিত হতেই পারেন।এখানেই শেষ নয়, অত্যন্ত উল্লেখযোগ্যভাবে বাংলার তাঁতিদের নিয়ে জনকল্যাণমূলক কাজ করতে রাজ্যে আসছে মাইক্রোসফট।

সেই সাথে সাথে তিনি আরও বলেন, ‘১০০ একর জমিতে ইতিমধ্যে গড়ে তোলা হয়েছে সিলিকন ভ্যালি। সব জমিই ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে । উইপ্রোই নিয়েছে ৫০ একর। আমরা আরও একশো একর বাড়াচ্ছি সিলিকন ভ্যালির এরিয়া। মুখ্যমন্ত্রীর আরও ঘোষণা, ‘মাইক্রোসফটও আসছে। রাজ্যে ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করবে তারা। প্রজেক্ট সঙ্গম ও প্রজেক্ট ই-ওয়েব মূলত জনকল্যাণমূলক। ৬ লক্ষ তাঁতিকে সংযুক্ত করবে তারা। ২৫ শতাংশ আয় বাড়বে তাঁদের। নদিয়ায় থেকে কাজ শুরু করবে মাইক্রোসফট।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট