কাশ্মীর সমস্যার মধ্যস্থতা করা ভারত-পাকিস্তানের ব্যাপার,এমনি দাবি ট্রাম্পের


শনিবার,০৩/০৮/২০১৯
1140

কাশ্মীর সমস্যার মধ্যস্থতা করা ভারত-পাকিস্তানের ব্যাপার,এমনি দাবি ট্রাম্পের। এশিয়ার এই দুই প্রতিবেশী দেশে দীর্ঘকালীন চলতে থাকা কাশ্মীর সমস্যার সমাধানের জন্য সাহায্যের ব্যাপারে তৈরি আছে আমেরিকা। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্য এই কাশ্মীর মধ্যস্থতার নিয়ে আন্তর্জাতিক মহলে তোলপাড় হয়ে যাওয়ার পর এ বার এই সুযগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সুরে সুর গাইলেন। ট্রাম্প গত সপ্তাহে কাশ্মীর সমস্যার সমাধানে মধ্যস্থতা আনতে প্রস্তাব দিলে তাতে পাকিস্তান মার্কিনকে স্বাগত জানালেও সেই প্রস্তাব খারিজ করে দেয় দিল্লি। এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মধ্যস্থতায় রাজি হবেন কি না, এটা একেবারেই দুই দেশের প্রধান মুন্ত্রীর ব্যাপার।

যা তাঁরা সমস্যাটা ভালোকরেই সামলা দিচ্ছেন। কিন্ত ভারত বলুন আর পাকিস্তান বলুন কেহ যদি কারও হস্তক্ষেপ চান, সে ব্যাপারেই বলছি। ট্রাম্পের কাছে জানতে চাওয়া হল তিনি কীভাবে কাশ্মীর সমস্যার সমাধান করতে চান প্রতুওরে তিনি বললেন, তাঁরা যদি কেহ আমার হস্তক্ষেপ চায়, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন গত সপ্তাহে ওভাল অফিসে যে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে ভারতকে চমকে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীর ইস্যুতে তাঁর মধ্যস্থতা চেয়েছেন। কিন্তু তার পর বিদেশমন্ত্রক সাথে সাথে সেই দাবি খারিজ করে দিলেও এই নিয়ে সরকারকে চেপে ধরেন বিরোধীরা। এ ব্যাপারে তাঁরা প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট