এবার Nokia-র পুরানো মোবাইলের মডেলে Google-এর নয়া ফোন! HMD গ্লোবাল উদ্যোগ নিলেন পুরানো মোবাইলকে নতুন রূপে ফেরাতে। এই সংস্থার তরফ থেকে এর আগে Nokia 3310-র বিভিন্ন ভার্সন লঞ্চ করা হয়েছিল। তারপর একে একে Nokia 210 ও Nokia 8110 4G ফোনও ছাড়া হয়। খবর পাওয়া গেছে Google এবার এই একই ধরনের দেখতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনছে বাজারে। 9to5Google সাইটের খবর অনুযায়ী, Google অ্যান্ড্রয়েড ফোন আনতে পারে। তবে এই স্মার্টফোনটির দেখতে হবে প্রায় HMD-র পুরনো Nokia-র মতো। তবে Google Assistant বা ভয়েস সার্চ থাকবে এই স্মার্টফোনটিতে। ক্যামেরা সম্পর্কে কোনো তথ্য না মিললেও Google-এর বিশেষ কিছু ফিচার্স থাকতে পারে এতে। আর নতুন এই স্মার্টফোনগুলিতে RAM-ও সীমিত থাকবে বলে মনেকরা হচ্ছে।
এবার Nokia-র পুরানো মোবাইলের মডেলে Google-এর নয়া ফোন !
রবিবার,০৪/০৮/২০১৯
1144