ফের চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধে


রবিবার,০৪/০৮/২০১৯
937

হাওড়া: চিকিৎসায় গাফিলতিতে রোগি মৃত্যু ঘিরে ধুন্ধুমার কান্ড উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল চত্বরে। মৃতের নাম মধুমিতা রুইদাস(২১)।জানা গেছে হাওড়া আমতার বাসিন্দা বাসিন্দা বছর একুশের মধুমিতা রুই দাস গর্ভবতী অবস্থায় প্রসব যন্ত্রনা নিয়ে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়।

বুধবার সকাল সিজার করে একটি পুত্র সন্তানের জন্ম দেয়।বুধবার রাত থেকেই রোগির প্রচন্ড জ্বর হয়। রোগির অবস্থা অবনতি হওয়ায়। তাকে সি সি ইউ তে ভর্তি করা হয়।রবিবার সকালে মধুমিতা মৃত্যু হয়। রোগির পরিবারের লোকজনদের অভিযোগ ভুল চিকিৎসার কারনে মৃত্যু হয়েছে। তারপরেই হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় মৃতার পরিবারের লোকেরা।মধুমিতার স্বামী দিলীপ রুইদাস উলুবেরিয়া থানায় লিখিত অভিযোগ করেন।পাশাপাশি উলুবেড়িয়া হাসপাতাল সুপারকে লিখিত অভিযোগ করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট