কাশ্মীরকে পুনগঠনের সিধান্তে ফের আবার এক পুলওয়ামা’র আশঙ্কা পাক প্রধান মন্ত্রীর


রবিবার,১১/০৮/২০১৯
1468

ভারতের সীমান্তবর্তী রাজ্য কাশ্মীরকে পুনগঠনের সিধান্তে ফের আবার এক পুলওয়ামা’র আশঙ্কা পাক প্রধান মন্ত্রীর। কেন্দ্রীয় সাকার কাশ্মীরের ৩৬০ ও ৩৫-এ সাংবিধানিক ধারায় প্রচলিত কার্যকলাপ গুলি প্রত্যহারের প্রস্তাব দিয়ে ছিলেন। ফলে ভারতের এরূপ সিদ্ধান্তে পাকিস্তান ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছিল। আর ভারতের এই সিধান্তকে বেআইনি বলে গণ্য করেন পাকিস্থানের বিদেশ মন্ত্রী।

সোমবার কাশ্মীর নিয়ে ভারত সরকারের সিদ্ধান্তের পর মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সংসদের যৌথ অধিবেশনে বিরোধী বিক্ষোভ সামলাতে বিতর্কিত মন্তব্য করলেন যে ‘কাশ্মীর নিয়ে কেন্দ্রের সিধান্ত আরেকটা পুলওয়ামা হামলা হবে ভারতে’। এবং আরও বললেন, জিন্না জানতেন RSS শুধু হিন্দুদের জন্য ভারত গড়তে চায়। যখানে কোনও মুসলিমকেই দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে দেখা হবে। আর এমন পরিকল্পনা তিনিই প্রথম তুলে ধরেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট