রাধা কৃষ্ণের ঝুলন উৎসবের সূচনায় সামাজিক বার্তা নিখরগাছি নবজাগরণ সংঘের


রবিবার,১১/০৮/২০১৯
1195

বিদিতা ঘোষ: নদীয়া জেলার চাকদহ ব্লকের নিখরগাছি নবজাগরণ সংঘের উদ্যোগে শুরু হলো রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব। শনিবাসরীয় সন্ধ্যায় আড়ম্বরতার সঙ্গে শুভ উদ্বোধন হয় এই ঝুলন যাত্রা উৎসবের। নবজাগরণ সংঘের রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব এ বছর 37 এ পা দিল। এই উপলক্ষ্যে মেলাও বসেছে এলাকায়। আগামী সাতদিন ধরে চলবে উৎসব। রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব এবং মেলাকে ঘিরে এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক আনন্দের জোয়ার বইতে শুরু করেছে। শনিবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে তারকার সমাবেশ ঘটেছিল। বিশিষ্ট সমাজসেবী তথা জন আন্দোলনের নেত্রী নীহারিকা মুখোপাধ্যায়, টেলিভিশন ও চলচ্চিত্র খ্যাত সঙ্গীত শিল্পী ললিতা সিনহা, ভারতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক সমরেশ বিশ্বাস, প্রতিবন্ধী ক্রিকেট দলের অন্যতম সদস্য তপন বৈরাগী, কবি ও সাহিত্যিক সুপ্রীতি বিশ্বাস, আনন্দবাজার পত্রিকার সাংবাদিক সৌমিত্র শিকদার, সাংবাদিক সমীর দাস, প্রদীপ মিত্র, সুব্রত দত্ত, রানাঘাট লায়ন্স ক্লাবের সম্পাদক ইন্দ্রনীল প্রামানিক, শিক্ষক নীতিশ মল্লিক, প্রফুল্ল বারিক সহ বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন। বিশিষ্ট অতিথিদের হাতে ফুলের স্তবক তুলে দিয়ে এবং ব্যাচ পড়িয়ে সম্বর্ধনা জানান ক্লাবের সদস্যরা।

রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব সবার- এই বার্তা সকলের মধ্যে পৌঁছে দিতে ক্লাবের পক্ষ থেকে দুস্থ গরিব মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সমাজসেবী তথা জন আন্দোলনের নেত্রী নীহারিকা মুখোপাধ্যায় বলেন, গ্রামীণ পরিবেশে এত সুন্দর আয়োজন দেখে আমি আপ্লুত। যেভাবে এত সুন্দর উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার পাশে আমি সব সময় থাকবো। সামাজিক সচেতনতায় এই সংগঠন যেভাবে কাজ করছে তা সত্যিই প্রশংসার যোগ্য। সংগীতশিল্পী ললিতা সিনহা বলেন, সামাজিক কাজের সঙ্গে যুক্ত ক্লাবের সদস্যরা। তারা আরো এগিয়ে চলুক। আমরা পাশে আছি। এদিনের অনুষ্ঠানে ভারতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক সমরেশ বিশ্বাস বলেন, কোন এলাকার কোন প্রতিবন্ধী যদি ক্রিকেট খেলার প্রতি ঝোঁক থাকে তাহলে যোগাযোগ করুন। বিশিষ্ট সাংবাদিক সমীর দাস সুব্রত দত্ত সহ অন্যান্য অতিথিরা সামাজিক কাজের জন্য নবজাগরণ সংঘের সদস্যদের ভূয়শী প্রশংসা করেন। জল সংরক্ষণে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানানো উপস্থিত মানুষজনের উদ্দেশ্যে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওঙ্কার নিউজের সাংবাদিক বিকাশ ঘোষ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট