চালু হয়েছে মারুতি সুজুকি XL 6 এর বুকিং


রবিবার,১১/০৮/২০১৯
461

চালু হয়েছে মারুতি সুজুকি XL 6 এর বুকিং। মারুতি সুজুকি তার আসন্ন XL 6 এমপিভির জন্য বুকিং গ্রহণ করতে শুরু করেছে। মারুতি সুজুকির তরফ থকে জানাগিয়েছে, এই XL 6, ২১-২৮ শে আগস্টের মধ্যে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করা হবে। আর এই XL 6 ডিলারশিপের নেক্সাস চেইনের মাধ্যমে এবং অনলাইনে পাওয়া যাবে। আরটিগা পঞ্চম প্রজন্মের হাইরাটেক প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে XL 6 এমপিভিতে আরও বিলাসবহুল করেছে মারুতি সুজুকি। মারুতি সুজুকি গাড়ীটির যে যে বৈশিষ্ট্য নিয়ে এসেছে তাহল, গাড়ীটিতে রয়েছে কোয়াড-চেম্বারের এলইডি হেডল্যাম্পস, দ্বিতীয় সারির ক্যাপ্টেনের আসন, অল-ব্ল্যাক ইন্টিরিয়র এবং ক্রুজ নিয়ন্ত্রণ,অ্যান্ড্রয়েড অটো সহ স্মার্টপ্লে স্টুডিও, ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগস, ইবিডি সহ এবিএস, প্রিস্টোনারস এবং ফোর্স লিমিটার গুলির সাথে সামনের সিটবেল্টস, হিল হোল্ড অ্যাসিস্ট, ইএসপি (বৈদ্যুতিন স্থায়িত্ব প্রোগ্রাম), দ্রুতগতির সতর্কতা এছাড়া রয়েছে পার্কিং সেন্সর। যা 11,000 টাকার বিপরীতে বুকিং গৃহীত হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট