রাশিয়া ভারতের পাশে, বলল জম্মু-কাশ্মীরে পদক্ষেপ সংবিধান মেনেই


রবিবার,১১/০৮/২০১৯
1827

রাশিয়া ভারতের পাশে, বলল জম্মু-কাশ্মীরে পদক্ষেপ সংবিধান মেনেই। এ বার ভারতের পাশে দাঁড়িয়ে পুরনো বন্ধু রাশিয়া সমর্থন করল জম্মু-কাশ্মীরের থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়া এবং তাকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্তকে। রুশ বিদেশমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারত সংবিধান মেনেই জম্মু-কাশ্মীর রাজ্যের স্টেটাস বদল করেছে। তারা একই সঙ্গে ভারত ও পাকিস্তান দু’দেশকে শান্তি রক্ষার বার্তাও দিয়েছে। জম্মু-কাশ্মীর ব্যবস্থায় পাকিস্তানের হস্তক্ষেপ আন্তর্জাতিক স্তরে ক্রমশ্য একঘরে পাকিস্তান।

আমেরিকা, চিন, সৌদি আরব, শ্রীলঙ্কার পর এবার রাশিয়াও জানিয়ে দিল যে এটি অভ্যন্তরীণ বিষয় এবং এখানে আপত্তি জানানোর মতো কিছু নেই। রাশিয়া আরও বলাছে, আমরা আশা করি যে, কাশ্মীর নিয়ে নয়া পদক্ষেপের ফলে ওই এলাকার পরিস্থিতির অবনতি হবে না।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট