কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। শুধু এ দেশেই নয়, গোটা বিশ্বের কাছেই আজ সম্মানিত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কন্যাশ্রী প্রকল্প। গোটা বিশ্বের কাছ থেকেই প্রশংসা কুড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই ভাবনা। বুধবার ষষ্ঠ বর্ষ উদযাপন হলো এই কন্যাশ্রী প্রকল্পের। কলকাতার নজরুল মঞ্চে এই উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে কন্যাশ্রী রা। এই প্রকল্প নিয়ে রাজ্য সরকারের বক্তব্য সাফল্যের লক্ষ্যে এগিয়ে চলেছে আত্মবিশ্বাসী কন্যাশ্রী। কন্যাশ্রী আমাদের গর্ব। বাংলা মোদের গর্ব, কন্যাশ্রী আজ বিশ্বশ্রী। ষষ্ঠ বর্ষে উত্তোরনের আলোয় প্রায় 60 লক্ষ কন্যাশ্রী। এদিন নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর এর পক্ষ থেকে কন্যাশ্রী ষষ্ঠ বর্ষ উদযাপন করা হয়।