শিশুদের ইচ্ছে পূরণে ৭৩ কেজি ওজনের চকোলেট


বুধবার,১৪/০৮/২০১৯
810

ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে দেশের ছ’টি শহরের ফেবেল মাস্টার চকোলেটিয়ার্সরা অক্লান্ত ভাবে তৈরি করেছে হস্তনির্মিত 600 টি চকোলেট বার। স্বাধীনতার বর্ষপূর্তির সঙ্গে তাল রেখে যার ওজন করা হয়েছে 73 কেজি। এই চকোলেট বিক্রির অর্থ প্রদান করা হবে শিশুদের ইচ্ছে পূরণে। মঙ্গলবার কলকাতার একটি অভিজাত হোটেলে এই চকলেট বার গুলির পর্দা উন্মোচিত হয়। এই উদ্যোগ সম্পর্কে আয়োজকরা জানান, স্বাধীনতা দিবস প্রতিটি ভারতীয়কে নতুন করে কোন কাজ শুরু করার প্রেরণা যোগায়। তারাও চাই শিশুদের লক্ষ্য পূরণে শিশুদের পাশে থাকতে।

দেশের 72 তম স্বাধীনতা দিবসেও একই উদ্যোগ গ্রহণ করেছিল এই সংস্থা। 40 জন শিশুর ইচ্ছে পূরণ করেছিল তারা। তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল শিক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলি। এবারও শিশুদের আরও অনেক মূল্যবান ইচ্ছে পূরণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট