কচুরিপানা পরিষ্কারের কাজ শুরু ইছামতীতে


শনিবার,১৭/০৮/২০১৯
1134

ইছামতি নদী বাঁচাও আন্দোলন চলছে বহুদিন ধরে। এই নদীর অনেকাংশ মজে গেছে, অনেকাংশ বা বেদখল হয়েছে। যেটুকু পা রয়েছে তাও কচুরিপানায় ভর্তি। অবশেষে এই ইছামতির একাংশ থেকে কচুরিপানা পরিষ্কার এর কাজ শুরু হয়েছে। আন্দোলনের নেতৃত্ব জানাচ্ছেন, ” নদী নিয়ে যে আন্দোলন করছিলাম তার কিছুটা ফল পেতে চলেছি। ইছামতি নদী কে স্বচ্ছ করতে এগিয়ে এসেছেন ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এদের আর্থিক সহায়তায় ইছামতি নদীর 10 কিলোমিটার এলাকায় ইছামতি নদীকে কচুরিপানা মুক্ত করা হচ্ছে। এই কাজটি রূপায়নে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীমা মহিলা সমিতি কে।

16 ই আগস্ট শুক্রবার থেকে এই ইছামতি নদী স্বচ্ছ করবার কাজ শুরু হয়েছে। 15 দিন ব্যাপী এই কাজে প্রত্যেকদিন 400 জন শ্রমিক এই কচুরিপানা পরিষ্কার করার কাজ করবেন। কচুরিপানা পরিষ্কার করার সাথে কচুরিপানা থেকে ভার্মি কম্পোস্ট পিট তৈরি করার কাজে চলবে। নদীর পাড়ে বিভিন্ন গ্রামে এজন্য ৮০টি ভার্মি কম্পোস্ট পিট তৈরি করা হবে। বৃষ্টিতে নদীতে জল বারলে নদীতে মাছ ছাড়া হবে। “

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট