প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়া শহর কলকাতা এখন একটু রেহায় পেয়েছে


বুধবার,২১/০৮/২০১৯
938

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়া শহর কলকাতা এখন একটু রেহায় পেয়েছে । হালকা ও মাঝারি বৃষ্টি ছাড়া ভারী কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু দেশের অন্যান্য রাজ্যের পরিস্থিতি বিপর্যস্ত উত্তরাখণ্ড থেকে হিমাচল প্রদেশ, সর্বত্রই দাপট দেখাচ্ছে অতি ভারী বর্ষণ। খবর অনুযায়ী হিমাচলে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৪ জন, এখনও অন্তত ৪০০ পর্যটক আটকে রয়েছেন ভূমিধসের কারণে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত দেড়শোজন পর্যটককে উদ্ধার করতে সক্ষম হয়েছে, জোরকদমে চলছে উদ্ধারকাজ। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ সহ পাঞ্জাব সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে।

এই তিন রাজ্য মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জন। কিন্তু এখনও ২০ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। মানালি থেকে কুলু যাওয়ার তিন নম্বর জাতীয় সড়কেও যান চলাচল আংশিকভাবে বন্ধ করা হয়েছে লাগাতার ভারী বৃষ্টির কারণে, ব্যাহত রেল পরিষেবাও। অন্যদিকে, দিল্লি এবং হরিয়ানায় জারি হয়েছে বন্যা সতর্কতা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট