লঞ্চ হলো মারুতি সুজুকি তার XL 6 মডেলের এমপিভি। আর এই এমপিভি বিক্রি হবে আউটলেটগুলির মাধ্যমে। এর পাশাপাশি এমপিভির বুকিং -এর জন্য ১১,০০০ টাকা থেকে টোকেন চালু করা হয়েছে। গাড়ীটির বৈশিষ্ট্যের মধ্যে থাকছে, সামনের দিকে ডিআরএল সহ এলইডি হেডল্যাম্পস, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সহ স্মার্টপ্লে ইনফোটেইনমেন্ট সিস্টেম, শীততাপ নিয়ন্ত্রিত, মাল্টি-ইনফো ড্রাইভারের ডিসপ্লে এবং থাকছে পাওয়ার উইন্ডোও। এছাড়াও থাকছে অটো ফাংশন এবং ক্রুজ কন্ট্রোল। আর রঙের মধ্যে রয়েছে ছয়টি বিকল্প স্তর। মারুতি সুজুকি XL 6-এর দামের দিক থেকে আশা করা যাচ্ছে যে 9.5 লাখ রুপি থেকে শুরু হয়ে 10.5 লক্ষ রুপি পর্যন্ত যেতে পারে।
লঞ্চ হলো মারুতি সুজুকি তার XL 6
বৃহস্পতিবার,২২/০৮/২০১৯
977