বর্তমান দিনে সাইবার ক্রাইম(cyber crime) এর রমরমার জন্য সোশ্যাল মিডিয়ায় আধার বাধ্যতামূলক করল তামিলনাড়ু সরকার! এবার রাজ্যের সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকা সমস্ত ইউজারকে সোশ্যাল যগৎতে লিঙ্ক করতে হবে তাঁদের আধার নম্বর। কারণ গুজব আর ভুল খবর, সন্ত্রাসবাদের উস্কানিমূলক পোস্ট এবং দেশ বিরোধী পোস্ট দিন দিন ধরে তামিলনাড়ুতে বেড়েই চলেছে বলে এমনি পদক্ষেপ নিতে চলেছে সরকার। আর ফেসবুকের তরফ থেকে জানানো হয়েছে যে, এমন কোনো বিষয় শেয়ার করলে প্রাইভেসি পলিসি ভেঙে দেওয়া হবে ইউজারদের। তামিলনাড়ু সরকার এ বিষয়টি সোমবার সুপ্রিম কোর্টে পেশ করেছেন।
সোশ্যাল মিডিয়ায় আধার বাধ্যতামূলক করল তামিলনাড়ু সরকার !
বৃহস্পতিবার,২২/০৮/২০১৯
975