পৃথিবীতে চাঁদের প্রথম ছবি পাঠাল চন্দ্রযান-২


শুক্রবার,২৩/০৮/২০১৯
1325

এদিন পৃথিবীতে চাঁদের প্রথম ছবি পাঠাল চন্দ্রযান-২। ভারতীয় মহাকাশ গবেষক ইসরোর সবথেকে বড় মিশন হল এবার চন্দ্রযান-২। এদিন অর্থ্যাৎ মঙ্গলবার চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছে কোনো গোলযোগ ছাড়াই। আর তার পরের দিন অর্থ্যাৎ বুধবার চাঁদের ভূপৃষ্ঠের নিখুঁত ছবি তুলে পাঠাল চন্দ্রযান-২। ইসরো তরফ থেকে টুইট করে জানানো হয়েছে যে চন্দ্রযান-২ এর তোলা ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে চাঁদের ভূপৃষ্ঠে ‘অ্যাপোলো ক্রেটার’-এর উপস্থিতি রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে ‘মেল ওরিয়েন্টেল’-ও। আর তাতেই যেনো ইসরোর বিজ্ঞানীদের মধ্যে আনন্দের পরিস্ফুটন ঘটে চলেছে।

চন্দ্রযান-২ এর প্রথম উড়ান বদলে দ্বিতীয় বার চন্দ্রযান-২ পৃথিবী পৃস্ট থেকে চাঁদের উদ্দেশ্য উড়ে যায়। আর তার পর থেকে কোনো যন্ত্রপাতি এবং প্রযুক্তিগত গোলযোগ দেখা যায়নি বলে জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। ইসরো সূত্রে খবর, চন্দ্রযানে এখনও পর্যন্ত সব কিছুই পরিকল্পনা মতোই চলছে। আর এই ভাবে সব কিছু পরিকল্পনামাফিক চললে আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান-২।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট