সুপার ট্যাঙ্কার বিমানের সাহায্য নিয়ে আমাজনকে বাঁচাতে উদ্যোগী নিল বলিভিয়া


রবিবার,২৫/০৮/২০১৯
1094

সুপার ট্যাঙ্কার বিমানের সাহায্য নিয়ে আমাজনকে বাঁচাতে উদ্যোগী নিল বলিভিয়া। আমরা জানি যে পৃথিবীর ফুসফুস হচ্ছে আমাজন। আর এই জঙ্গল পুড়ছে আগুনে। যাকে বাঁচাতে উদ্যোগী নেয় গোটা বিশ্ব। কিন্তু এখনও পর্যন্ত বিশ্বের বড় বড় দেশ আমাজনকে বাঁচাতে কোনও সমাধান সূত্র নিয়ে এগিয়ে আসেনি। আর এবার ক্ষুদ্র একটি দেশ বলিভিয়া আমাজনকে বাঁচাতে এগিয়ে এল। বলিভিয়ার রাষ্ট্রপতি ইভো মোরালেস জানিয়েছেন, শুক্রবার থেকে আমাজনে জল-অভিযান শুরু করা হয়েছে। আমরা জানি আমাজনের সিংহভাগ ব্রাজিলের মধ্যে পড়লেও, বেশ খানিকটা অংশ রয়েছে বলিভিয়ায়। তাই তাদের এই উদ্যোগ। ইতিমধ্যে সুপার ট্যাঙ্কার বোয়িং বিমান ৭৪৭ সহ তিনটি হেলিকপ্টার ও ৫০০ দমকল কর্মী, সেনা-সহ রওনা দিয়েছে। এই সুপার ট্যাঙ্কার বোয়িং বিমানে প্রায় ১১৫ হাজার লিটার জল ধরে। যাতে জল ভরে আগুন লাগার স্থান গুলি উপর ছিটিয়ে দেওয়া হবে। তবে আমাজন রক্ষায় যেখানে ব্রাজিলের সবচেয়ে বেশি উদ্যোগী হওয়ার কথা, সেখানে তারা ঊদাসীন। আর বলিভিয়ার সীমিত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার ব্যাপার নজর কেড়েছে বিশ্বে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট