বিনপুরের শুকজোড় গ্রামের রাস্তা বেহাল, উদাসীন প্রশাসন


রবিবার,২৫/০৮/২০১৯
699

ঝাড়গ্রাম :– ভোটে আসে ভোট যায়, বয়ে যায় হাজারো প্রতিশ্রুতির বন্যা। কিন্তু ভোট ফুরিয়ে গেলেই সেই প্রতিশ্রুতির ভরা গাঙ্গে ভাটা পড়ে যায়। ফলে নির্বাচিত প্রতিনিধিদের অবস্থার পরিবর্তন হলেও পরিবর্তন হয়না সাধারণ মানুষের, যারা ভোট দিয়ে নির্বাচন করেন। তারই জলন্ত প্রমাণ ঝাড়গ্রামের শুকজোড়া গ্রামের বাসিন্দারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন৷ ঝাড়গ্রাম জেলার বিনপুর -২ নং ব্লকের শুকজোড়া গ্রামের বাসিন্দারা নাঝেহাল বেহাল রাস্তার জন্য। গ্রামের বাসিন্দাদের একপ্রকাত গৃহবন্দী হয়ে যাওয়ার মতো অবস্থা। অথচ স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি থেকে প্রশাসন সবাই উদাসীন। গ্রামবাসীদের অভিযোগ, “গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে শুকজোড় গ্রামে তৃনমূল কংগ্রেসের প্রার্থী শীপ্রা বেজ নির্বাচিত হয়ে গ্রাম পঞ্চায়েতে প্রধান হয়েছেন৷

নির্বাচিত হওয়ার পর তিনি কোনো কাজই করেননি গ্রামের উন্নয়নের জন্যে। অথচ ভোটের আগে মাননীয়া প্রধান ভুরি ভুরি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন সেই প্রতিশ্রুতি তিনি বেমালুম ভুলে গিয়েছেন। ফলে গ্রামেরও উন্নয়ন বিষবাও জলে। বাসিন্দারা জানান, শুকজোড় গ্রামের রাস্তা এই বর্ষার জলে চাষযোগ্য জমিতে পরিনত হয়েছে, অন্যান্য এলাকার রাস্তা সিমেন্ট কংক্রিট দিয়ে ঢালাই করা হলেও শুকজোড় গ্রামের রাস্তা কাদা প্যাচপ্যাচে পরিস্থিতি।কিন্তু সারাইয়ের কোন হেলদেল নেই গ্রামপ্রধানের।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট