এবার পিছিয়ে গেল রিলায়েন্সের জিও গিগা ফাইবার’ পরিষেবা চালু করার সময়সূচী। জিও কয়েকদিন আগে দেশবাসীর হাতে তুলে দিয়ে ছিল বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা। তার পর রিলায়েন্সের ৪২তম বার্ষিক সাধারণ সভায় এই সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি ঘোষণা করেছিলেন অনেক কম দামে জিও গিগাফাইবারের পরিষেবার কথা। এমনকি আগামী ৫ সেপ্টেম্বর চালু করার দিনও ঠিক হয়েছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে যে, নির্ধারিত দিনে পরিষেবা চালু হচ্ছে না৷ এককথায় জিও গিগাফাইবারের সুবিধা ভোগ করতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে গ্রাহকদের বলেই খবর৷
এবার পিছিয়ে গেল রিলায়েন্সের জিও গিগা ফাইবার’ পরিষেবা চালু করার সময়সূচী
মঙ্গলবার,২৭/০৮/২০১৯
625