এবার ১০০ পয়সায় সুগার, হিমোগ্লোবিন টেস্ট করতে পারবেন নিজের বাড়ীতে বসে


মঙ্গলবার,২৭/০৮/২০১৯
1407

এবার ১০০ পয়সায় সুগার, হিমোগ্লোবিন টেস্ট করতে পারবেন নিজের বাড়ীতে বসে। খড়গপুর আইআইটি-র একদল বিজ্ঞানী এমনই একটি যন্ত্র আবিষ্কার করলেন যে আপনার ব্লাড সুগার কত, হিমোগ্লোবিনের মাত্রা কত তা জানতে মাত্র ১০০ পয়সার বিনিময়ে। আপনি হয় তো যন্ত্রের নাম শুনে ভাবছেন যে সত্যই একটা পরিকাঠামো যুক্ত যন্ত্র। কিন্তু বাস্তবে তা নয়। ওই যন্ত্রে ব্যবহার করা হয়েছে একটি স্মার্টফোনে। আর সঙ্গে রয়েছে আরও কয়েকটি সস্তা উপাদান। মধ্যবৃত্তের কথা ভেবে খড়গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক সুমন চক্রবর্তী ৭ বছর আগে শুরু করেন এই গবেষণা। আর তাঁর এত বছর অক্লান্ত পরিশ্রমে ফলে আবিষ্কার করলেন ফেললেন আল্ট্রা লো-কস্ট ব্লাড টেস্ট ডিভাইস।

আর অধ্যাপক সুমন চক্রবর্তী জানিয়েছেন যন্ত্রটির ব্যবহারে তেমন কোনো জটিলতা নেই। শুধুমাত্র একটি স্মার্টফোন এবং লাগবে এলইডি’লাইট যুক্ত একটি হোল্ডার। এছারা একটি ফিল্টার পেপার। আর এই পেপারে রাখতে হবে রক্তের নমুনা। তার পর হোল্ডারের আলো ওই পেপারের মধ্যে দিয়ে মোবাইলের ক্যামেরায় ফেলতে হবে। সেই সাথে সাথে একটি ছবি উৎপন্ন হবে। আর সেই ছবি দেখেই রক্তে শর্করা বা হিমোগ্লোবিনের মাত্রা নির্ণয় করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট