এবার ফাঁস হল OnePlus 7T-এর ইমেজ সহ ফিচার্স


বুধবার,২৮/০৮/২০১৯
964

এবার ফাঁস হল OnePlus 7T-এর ইমেজ সহ ফিচার্স। আনেক দিন আগেই OnePlus এর তরফ থেকে বলা হয়েছিল যে 7T নামক স্মাটফোনটির প্রক্রিয়াজাত চলছে। কিন্তু কোনো কিছুই জানানো হয়নি OnePlus এর তরফ থেকে। আর এবার OnePlus এর টুইটার অ্যাকাউন্ট @OnLeaks ফাঁস করেছেন OnePlus 7T-এর ছবি। সেই সাথে সাথে জানানো হয়েছে যে এই স্মাটফোনটিতে ফিচার্স-এর দিক দিয়ে কি থাকছে। এই স্মাটফোনটিতে থাকছে 6T-র মতো পিছনের দিকে ট্রিপল ক্যামেরা যা 48MP+8MP+16MP ভাবে বিন্যাস্ত এবং 16MP সেলফি ক্যামেরা, 6.67 ইঞ্চের AMOLED ডিসপ্লে, 4000mAh ব্যাটারি।

এছাড়া স্টোরে থাকছে 8/12GB RAM সহ 256GB স্টোরেজের একটি মডেল। আর একটিতে থকছে তাঁর থেকে কম 6GB RAM সহ 128 GB স্টোরেজ। যাদের মধ্যে দামের পাথ্যর্ক রয়েছে। আর সমস্ত রকম শোরগোল ফেলে OnePlus 26 সেপ্টেম্বর ভারতীয় বাজারে লঞ্চ করতে পারে OnePlus 7T মডেলের-এর
স্মাটফোনটি।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট