আজ থেকেই মিলবে Galaxy A10s সিরিজের Samsung-এর নয়া স্মার্টফোন


বুধবার,২৮/০৮/২০১৯
1062

আজ থেকেই মিলবে Galaxy A10s সিরিজের Samsung-এর নয়া স্মার্টফোন। এবার Samsung ভারতীয় বাজারে নিয়ে এল নয়া স্মার্টফোন Galaxy A10s। সংস্থার ঘোষণা মতো আজ অর্থ্যাৎ বুধবার থেকে এই Galaxy A10s স্মার্টফোনটি গ্রাহকরা কিনতে পারবেন দেশের সব রিটেল স্টোর, ই-কমার্স প্ল্যাটফর্ম, স্যামসাং অপেরা হাউস এবং অন্যান্য অনলাইন সংস্থা থেকে। আর এই স্মাটফোনটিতে রয়েছে, ৬.২ ইঞ্চি HD ডিসপ্লে, ৪০০০ mAh-র ব্যাটারি, ১৩ এবং ২ মেগাপিক্সলের ডুয়ার রিয়ার ক্যামেরা সহ ৮ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরা। এবং সিস্টেমে রয়েছে অক্টা কোর প্রসেসরের সাথে Android 9.0।

এছাড়া এই স্মার্টফোনটি পাওয়াযাবে দুটি ভ্যারিয়েন্টে। একটিতে ২ জিবি RAM ৩২ জিবি মেমরি এবং অন্যটি ৩ জিবি RAM ৩২ জিবি মেমরি। আর রং এর দিক থেকে থাকছে নীল, সবুজ এবং কালো। সেই সাথে সাথে দামের ক্ষেত্রেও রয়েছে পৃথক Galaxy A10s-এর প্রাথমিক মূল্য ৯,৪৯৯। সেরা মডেলটির দাম পড়বে ১০,৪৯৯।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট