ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণার দাবিতে সমাবেশ এস এফ আই- এর


শনিবার,৩১/০৮/২০১৯
686

কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র কাউন্সিল নয়, ছাত্রসংসদের পক্ষেই সম্প্রতি সওয়াল করেছে তৃণমূল ছাত্র পরিষদ। রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠনের এই ভোলবদলকে নিজেদের জয় হিসেবেই দেখছে সিপিএমের ছাত্র সংগঠন এস এফ আই। শুক্রবার কলেজ স্ট্রিটে সংগঠনের সমাবেশে দাঁড়িয়ে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাও পতাকা ছেড়ে তাদের সঙ্গে পায়ে পা মেলান। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণার দাবি সহ একাধিক দাবিতে এদিন কলেজ স্ট্রিটে বড় সমাবেশ করে এস এফ আই।

এদিনের এই সমাবেশ থেকে কাটমানি ইস্যুতেও সোচ্চার হন এসএফআই সদস্যরা। কলেজে ভর্তির নামে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যে কাটমানি নেওয়া হয়েছিল তা ফেরতের দাবিতে সোচ্চার হয় এসএফআই সমর্থকরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট