এবার জিও গিগাফাইবারকে টেক্কা দিতে Airtel চালু করল Xstream পরিষেবা


মঙ্গলবার,০৩/০৯/২০১৯
1438

এবার জিও গিগাফাইবারকে টেক্কা দিতে Airtel চালু করল Xstream পরিষেবা। জানাগিয়েছে সংস্থা এই জিও গিগাফাইবার সেপ্টেম্বরেই লঞ্চ করতে চলেছে। আর তাঁর মধ্যেই Airtel মুকেশ অম্বানির সংস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই Xstream পরিষেবা চালু করল। সোমবার সংস্থার তরফে লাইভ টিভি, ভিডিয়ো, মিউজিক, খেলা এবং খবরের এই নয়া পরিষেবা লঞ্চ করা হয়। Airtel-এর Xstream পরিষেবার মধ্যে রয়েছে একটি ইন-বিল্ড ক্রোমকাস্ট যুক্ত সেট-টপ বক্সে। যার মাধ্যমে ইউজারা Netflix, Hotster-এর মতো সাইটে সমস্ত কিছুই দেখতে পারবেন।

এমনকি Amazon Prime Video, Youtube থাকছে এই পরিষেবাই। Airtel Xstream বক্সের দাম ৩,৯৯৯ টাকা। Airtel Digital TV-র গ্রাহকরা আপগ্রেডের মাধ্যমে Xstream ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে তাঁদের দিতে হবে ২,২৪৯ টাকা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট