বাংলাদেশের রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকবে যুক্তরাষ্ট্র


মঙ্গলবার,০৩/০৯/২০১৯
1048

মিজান রহমান, ঢাকা: রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেটের ঐতিহাসিক কীন ব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে গত সোমবার দুদিনের সফরে সিলেটে আসেন আর্ল রবার্ট মিলার। দ্বিতীয় দিনের কর্মসূচি শেষে ঢাকায় ফেরার আগে অনির্ধারিতভাবে পরিদর্শনে যান সিলেটের ঐতিহাসিক কীন ব্রিজ। পরিদর্শন শেষে সাংবাদিকদের রবার্ট মিলার বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যুক্তরাষ্ট্র প্রধান দাতা হিসেবে কাজ করছে।

এরই মধ্যে ৫৫০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। তিনি আরও বলেন, ‘আবারও বলছি মিয়ানমারকে অবশ্যই তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে হবে এবং নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশের সাথেই থাকবে যুক্তরাষ্ট্র।’ কীন ব্রিজ পরিদর্শনের সময় রবার্ট মিলারের সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট