নিজস্ব প্রতিবেদন ঃ শিক্ষক দিবস হলো শিক্ষকদের সম্মানার্থে পালিত একটি বিশেষ দিবস। আজ ৫ সেপ্টেম্বর ‘শিক্ষকদিবস’। ডঃ সর্বপল্লিরাধাকৃষ্ণণের জন্মজয়ন্তী। দেশের অগণিত শিক্ষকদের আদর্শগত মহান কর্মকাণ্ডের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে এবং তাঁদের পেশাগত অবদানকে স্মরণে-বরণে শ্রদ্ধায় পালন করার জন্য সমগ্র বিশ্বের বিভিন্ন দেশে এই মহান শিক্ষক পালন করার রীতি রয়েছে। ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। প্রাক্তন রাষ্ট্রপতি শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মবার্ষিকী হিসাবে এই দিনটি পালন করা হয়।
আজ শিক্ষক দিবস
বৃহস্পতিবার,০৫/০৯/২০১৯
924
বাংলা এক্সপ্রেস---