আজ থেকে মিলবে রিলায়েন্স-এর জিয়ো গিগাফাইবার


বৃহস্পতিবার,০৫/০৯/২০১৯
1458

আজ থেকে মিলবে রিলায়েন্স-এর জিয়ো গিগাফাইবার। দেখে নিন সুবিধাগুলো। দেশের স্মাট ফোনের যগতে জিও কয়েক বছর আগে তুলে দিয়েছিল বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা। আর জিয়ো-র তিন বছর পূর্তির দিনেই জিয়ো গিগা ফাইবার পরিষেবা চালু করতে চলেছেন। আর জেনে নেওয়া যাক, এই Jio Fiber সম্পর্কিত সব তথ্য। এতে ১০০ এমবিপিএস থেকে ১ জিবিপিএস পর্যন্ত গতিতে ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে।

এর জন্য গ্রাহকদের দিতেহবে সর্বনিম্ন ৭০০ টাকা ও সর্বোচ্চ ১০ হাজার টাকা। আর জিও ফরএভার প্লানে রয়েছে বড়সর চমক, জানাগিয়েছে জিও ইন্টারনেট পরিষেবার সঙ্গে বাড়িতে OTT পরিষেবা দেবে। এরজন্য গ্রাহকপ্রতি বিনামূল্যে সেট-টপ বক্স দিতে চলেছে সংস্থা। এছাড়াও Jio-র সারা বছরের প্ল্যান নিলে HD টিভি বিনামূল্যে পাবেন গ্রাহক। আর এই পরিষেবার পাশাপাশিই OTT প্ল্যাটফর্মের মাধ্যমে নেটফ্লিক্স, হটস্টার, অ্যামাজন প্রাইম ভিডিও মতো পরিষেবা উপভোগ করতে পারবে গ্রাহকরা। ইতিমধ্যেই হটস্টার ও এরস নাওয়ের সঙ্গে চুক্তি রয়েছে Jio-র।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট