চাঁদের দোরগোড়ায় চন্দ্রযান-২, মাত্র ৩৫ কিমি দূরে


বৃহস্পতিবার,০৫/০৯/২০১৯
1030

চাঁদের দোরগোড়ায় চন্দ্রযান-২, মাত্র ৩৫ কিমি দূরে। ভারতীয় মহাকাশ গবেষণায় সব থেকে বড় মিশন এই চন্দ্রযান-২। আর সেই চন্দ্রযান-২ চাঁদের প্রায় দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। বর্তমান কক্ষপথ থেকেই চাঁদে নামবে সে। ইসরোর বিজ্ঞানীদের তরফ থেকে জানাগিয়েছে এই চন্দ্রযান-২ তিনটি অংশে বিন্যাস্ত যা হল অরবিটার বা কক্ষযান, ল্যান্ডার বিক্রম এবং রোভার বা চাঁদের গাড়ি প্রজ্ঞান। গত ২ সেপ্টেম্বর অরবিটার থেকে বিচ্ছিন্ন হয়েছে বিক্রম। তার পেটের ভিতরে রয়েছে প্রজ্ঞান। আগামী শুক্রবার রাত দেড়টা থেকে ২টোর মধ্যে চাঁদের মাটি ছোঁবে বিক্রম। তার কয়েক ঘণ্টা পরে প্রজ্ঞান বেরিয়ে আসবে।

আর অরবিটার থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে বিক্রম গত কাল চাঁদ থেকে ১০৪ দূরত্বে ছিল। আর আজ দূরত্ব আরও কমে ৩৫ কিমিতে দাঁড়িয়েছে। সেই সাথে সাথে আজ ভোর ৩টে ৪২ মিনিটে বিক্রমের শরীরে বসানো ইঞ্জিন ৯ সেকেন্ডের জন্য চালু করা হয়েছিল। তাতেই এই দূরত্ব কমেছে। আজ রাত ১টা থেকে ২টোর মধ্যে চাঁদের মাটি স্পর্স্য করবে চন্দ্রযান-২। আর পাখির পালকের মতো ভাসতে ভাসতে চাঁদ ছোঁবে বিক্রম। পাখির পালকের মতো পতন, ইসরো তাঁর মুকুটে এই নতুন পালক যোগ করতে পারে কি না, সেটাই এখন দেখার।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট