টয়লেট বিহীন ঘরেই বসার ব্যবস্থা ‘চেয়ারম্যান’ বীরবাহার


বৃহস্পতিবার,০৫/০৯/২০১৯
845

ঝাড়গ্রাম : জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদের দায়িত্ব নিলেন জেলা তৃণমূলের সভাপতি বীরবাহা সরেন। কিন্তু জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি হিসেবে বসার জন্য যে ঘরটি তাঁর জন্য বরাদ্দ হয়েছে, সেখানে লাগোয়া শৌচাগার নেই। স্বভাবতই প্রশ্ন উঠেছে, এই রকম একটি ঘরে কিভাবে বসবেন চেয়ারম্যান! এছাড়া ঘরটি রীতিমতো অপরিসর। ঝাড়গ্রাম জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক শিক্ষার কার্যালয়ের একটি ঘরে বসার ব্যবস্থা হয়েছে বিরবাহাদেবীর। এখনো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের কার্যালয় নির্দিষ্ট করা হয়নি। ফলে দায়িত্ব নিলেও তাঁর বিভাগীয় দপ্তরের কাজকর্ম শুরু করতে পারছেন না বীরবাহাদেবী।

ডিআই প্রাথমিকের দপ্তরে গিয়ে দায়িত্বভার বুঝে নেন বীরবাহাদেবী। পরে তিনি জানান, প্রাথমিক বিদ্যালয় সংসদের কার্যালয়ের জন্য আলাদা ভবন খোঁজা হচ্ছে। আপাতত, অসুবিধা হলেও তিনি ডিআই প্রাথমিকের দপ্তরের ঘরটিতে বসবেন। এদিন দায়িত্ব বুঝে নেওয়ার পরে বিরবাহাদেবীকে ফুলের স্তবক ও মিষ্টি দিয়ে স্বাগত জানান জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শুভাশিস মিত্র। পরে ফেডারেশন ভবনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শহর যুব তৃনমূলের পক্ষ থেকে শহর যুব সভাপতি অজিত মাহাতো ও সম্পাদক উজ্জ্বল পাত্র বীরবাহাদেবীকে অভিনন্দন জানান। বীরবাহা সরেন বলেন, জেলার প্রাথমিক স্কুলের পরিকাঠামো উন্নয়ন ও বিভিন্ন সমস্যা মেটানোর পাশাপাশি, পড়ুয়া ও শিক্ষকদের অনুপাত ঠিক করা তাঁর প্রথম কাজ। সাঁওতালি মাধ্যম ও বাংলা মাধ্যম স্কুল গুলি যাতে আরো ভালোভাবে চলে সেটাও তিনি সময়-সুযোগ পেলেই এলাকা পরিদর্শন করে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে জানান।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট